ABP Ananda LIVE: হাইকোর্টের রায় বহাল, SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল । বাতিল হল ২৫,৭৫২ জনের চাকরি । নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি । 'এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে' । 'বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে' । 'তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে নিয়োগ প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে' । 'যে অবৈধ চাকরি প্রাপকদের সনাক্ত করা সম্ভব হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে''যাদের নিশ্চিত করে অবৈধ বলে সনাক্ত করা যায়নি তাদের বেতন ফেরত দিতে হবে না' । যাঁরা অন্য সরকারি দফতরে কাজ করছিলেন, তাঁরা আগের জায়গায় ফেরত যাওয়ার আবেদন জানাবেন' । 'তাঁদের ৩ মাসের মধ্যে পুনর্বহাল করতে হবে''বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নতুন নিয়োগপ্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন' । 'যতদিন না পর্যন্ত নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত তাঁরা বেতন পাবেন' । 'চাকরি থাকল ক্যানসার আক্রান্ত সোমা দাসের'